(All Mobile) ব্যাটারি ভাল রাখার উপায় ও ব্যাটারি চার্জ দেওয়ার নিয়ম জানুন ।

অনেকের প্রশ্ন থাকতে পারে ব্যটারি কিভাবে ভাল রাখা যায়। বা ব্যটারি ভালো রাখার জন্য কিভাবে চার্জ দিতে হয় ।

আজকে টিপস মোবাইলের ব্যটারি চার্জের নিয়ম ও কিভাবে ব্যবহার করলে ব্যটারি বেশি দিন ভাল থাকবে তা নিয়েই এই আলোচনা।




মোবাইলের ব্যটারি চার্জের নিয়ম।

আমাদের অনেকেই রাতে মোবাইল চার্জে দিয়ে একেবারে সেই সকালে উঠে চার্জার মুক্ত করি।

আবার অফিসে বা বাসায় সেই যে ডেটা কেবল দিয়ে কম্পিউটারে চার্জের জন্য যে কানেক্ট করলেন তার আর খোলার নাম নেই একেবারে দিনের শুরু থেকে শেষ বিকালে ডেটা কেবলের থেকে মুক্তি পায়।

আসলে আমরা নিজেদের অজান্তেই এইভাবেই নষ্ট করছি আমাদের গুরুত্বপূর্ণ মোবাইলের ব্যাটারি কে এরপরে ফোন কোম্পানি বা প্রস্তুতকারক সংস্থাকে দোষ দিচ্ছি ব্যাটারি নষ্ট হওয়ার জন্য।

কিন্তু বেশ নিয়ম মেনে চার্জ করলেই তাতে ব্যাটারি Back-Up যেমন ভালো পাওয়া যাবে তার সঙ্গে বাড়বে ফোনের ব্যাটারি এর আয়ু ।

আসুন জানি ব্যাটারি নিয়ে কিছু টিপস 



 কীভাবে মোবাইল চার্জ করা উচিত ? :

কিভাবে ব্যবহার করলে ব্যটারি বেশি দিন ভাল থাকবে ?

1. আপনার ফোনের সাথে পাওয়া অরিজিনাল চার্জার ব্যবহার করুন:

প্রতিটা ফোনের সাথেই ব্যাটারির ভোল্টেজ অনুযায়ী চার্জার তৈরি করা হয়।

চার্জারগুলো দেখতে এক হলেও সকল চার্জার একই না, একই পোর্টের বা ধরণের অন্য চার্জার হলেও আপনার মোবাইলের সাথে ভোল্টেজ আউটপুট এবং কারেন্ট রেট একই নাও হতে পারে ।

এতে অতিরিক্ত ভোল্টেজের কারণে আপনার ফোন এবং ব্যাটারির এক সঙ্গে ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা থেকেই যায়।

2. নামি বা বেনামি সস্তায় ক্রয় করা রাস্তার চার্জার ব্যাবহার একদম নয়:

আপনার ফোনের চার্জার খারাপ বা নষ্ট হতেই পারে এটা স্বাভাবিক তবে তার বদলি হিসাবে ফুটপাতের বা বাজারের সস্তা কমদামি চার্জারগুলো একেবারেই ব্যবহার করবেন না যদি ব্যাটারি ভাল রাখতে চান।

সস্তার চার্জারগুলোতে ভোল্টেজ ফ্লাকচুয়েশন বা ওভারচার্জিংয়ের থেকে বাঁচার কোনও রকম মেকানিজম না থাকতে পারে তাই চার্জ দেবার সময় আপনার ফোন এবং ব্যাটারি উভয়েরই বড় রকম ক্ষতির সম্মুখীন হতে পারে।

3. ব্যাটারী চার্জ করার সময় মোবাইলের প্রোটেক্টিভ কেসটি খুলে নিন:

মোবাইল চার্জ দেওয়ার সময় অবশ্যই ফোনের প্রোটেক্টিভ কেস খুলে নিন মনে রাখবেন মোবাইল চার্জিংয়ের সময় ব্যাটারি একটু হালকা গরম হওয়া অস্বাভাবিক নয়।

তবে চার্জের সময় এই হিট যদি বেরিয়ে যেতে না পারে তবে সমস্যা তৈরি হবে আপনার মোবাইল ফোনটি আর ব্যাটারীতে।

4. কখনোই সারারাত চার্জ দেবেন আপনার মোবাইলে ? :

মোবাইলে কখনোই সারারাত চার্জ দেবেন না এটা আসলেই অত্যন্ত বাজে ও ঝুঁকিপূর্ণ অভ্যাস গুলোর একটি মোবাইলের জন্য।

এতেই সব থেকে বেশি ক্ষতি হয় আপনার মোবাইলের ব্যাটারির।

5. ফোন চার্জে দিলে কমপক্ষে ৮০% চার্জ করুন:

একটু পর প্রয়োজনীয় জরুরি কোনও কাজে যাবেন হাতে সময় কম হলে ফোনটি চার্জে লাগানো থেকে বিরত থাকুন কারণ বারবার চার্জে না লাগানোই ভাল।

একবার চার্জে দিলে কমপক্ষে ৮০ শতাংশ চার্জ করার পর চার্জার খুলুন । এতে ব্যাটারির আয়ু ভালো থাকবে অনেক দিন।

6. মোবাইল চার্জে দিয়ে ফোন ব্যবহার করবেন না:

অনেকেই মোবাইল চার্জে লাগিয়ে গেম খেলেন, চার্জে লাগিয়ে ফোনে কথা বলেন, বা চার্জরত অবস্থায় সোশ্যাল নেটওয়ার্কে ব্যস্ত থাকেন। যদি ব্যাটারি আর ফোনটি বেশিদিন ইউজ করতে চান তাহলে এটা করা থেকে বিরত থাকুন।

মোবাইল চার্জিংয়ের সময় ফোন গরম হয়। সে সময় ফোন ব্যবহার করলে মোবাইলের তাপমাত্রা দ্রুত হারে বাড়তে থাকে। তাছাড়া চার্জের সময় ব্যবহার করলে বিস্ফোরণেরও ভয় আছে।

এছাড়াও পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করে চার্জ দেওয়ার সময়ও এটা খেয়াল রাখতে হবে।

7. সপ্তাহে অন্তত একবার ফোনে 0% বা পুরো ব্যাটারি শেষ করে তার পর চার্জ করবেন:

মোবাইল ফোনের ব্যাটারির লাইফ সাইকেল ভালো রাখতে প্রতি সপ্তাহে অন্তত একবার পুরো ব্যাটারি শেষ বা পুরো চার্জ শেষ করে তারপর চার্জে দিবেন এতে করে ব্যাটারি অনেক দিন পর্যন্ত ভালভাবে ব্যবহার করতে পারবেন ।



নিয়মিত তথ্য, টিপস ও টপিকের জন্য আমাদের এই সাইটটি ভিজিট করুন এবং নতুন নতুন টিপস ও তথ্য জানুন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ